সমাস অর্থ সংক্ষেপণ। সমাস বাক্যকে সংকোচন করে। সমাসের মাধ্যমে বহুপদ একপদে পরিণত হয়। একাধিক পদের মিলনে যে পদ সৃষ্টি হয় তাকে সমাস বলে।
ড. মুহম্মদ শহীদুল্লাহ’র মতে, ‘পরস্পর অর্থ সংগতি বিশিষ্ট দুই বা বহু পদকে লইয়া একটি পদ করার নাম সমাস।’
ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে, ‘একাধিক শব্দ একত্রে জুড়িয়া একটি বৃহৎ শব্দের সৃষ্টি করাকে সমাস বলে।’
সমাস ছয় প্রকার: যথা: ১.দ্বন্দ্ব সমাস; ২. দ্বিগু সমাস; ৩. বহুব্রীহি সমাস; ৪. কর্মধারয়; ৫. তৎপুরুষ সমাস; ৬. অব্যয়ীভাব সমাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা সমাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ...
Reviewed by নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
on
May 04, 2019
Rating:
![প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা সমাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ...](https://i.ytimg.com/vi/N-sWsPC1MIo/default.jpg)
No comments: