প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা:
বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা ইতিমধ্যে জেনেছি যে, প্রাইমারি শিক্ষক
নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৫ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক
ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু অনেকেই এখনো বুজতে পারছেন না যে, কিভাবে কোথায় থেকে
প্রস্তুতি শুরু করবেন।
নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৫ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক
ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু অনেকেই এখনো বুজতে পারছেন না যে, কিভাবে কোথায় থেকে
প্রস্তুতি শুরু করবেন।
আজকের ভিডিওটি তাদের জন্যই যারা মূলত পরীক্ষায় ভালো মার্ক পেতে চান।
পরীক্ষার মান বণ্টন:
মোট ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চাকুরীর জন্য প্রার্থী চূড়ান্ত করা হবে। এই ১০০ নম্বরের মধ্যে ৮০ নম্বরের MCQ পদ্ধতির পরীক্ষা, বাকী ২০ নম্বরের ভাইভা। MCQ পরীক্ষায় চারটি বিষয়ের উপর ২০ টি করে প্রশ্ন হবে। এই চারটি বিষয় হলো: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারাই মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
যেভাবে প্রস্তুতি শুরু করবেন:
** প্রথমে এক নজরে মনোযোগ সহকারে বিগত সালের প্রশ্নগুলো দেখে ফেলুন।
* এতে আপনি বুজতে পারবেন কিভাবে কোথায় থেকে প্রশ্ন আসে।
* এমন কি কিছু প্রশ্ন সরাসরি কমন পাবেন, তাই মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখবেন।
ইংরেজি সিলেবাস:
*** Right forms of verb
*** Tense, Preposition
*** Parts of Speech
*** Voice, Narration,
*** Sentence Correction- এর নিয়ম জানতে হবে এবং চর্চা করতে হবে।
*** Phrase and Idioms, Synonym, Antonym, Spelling, Translate - ---এইগুলো মুখস্থ করতে হবে।
*** মনে রাখবেন "বিগত পরীক্ষায় ইংরেজি থেকে এগুলো এসেছে" ।
বাংলা সিলেবাস:
* সন্ধি, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শুদ্ধ বানান, এককথায় প্রকাশ, সমাস, বাগধারা, কারক-বিভক্তি, ছদ্মনাম/উপাধি, দ্বিরুক্ত শব্দ, ধ্বনি, বর্ণ, বাক্য (সরল, জটিল, যৌগিক), পদ নির্ণয়।
* প্রচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, বাংলা সাহিত্য।
গণিত সিলেবাস:
*** দশমিকের (যোগ, বিয়োগ, গুণ, ভাগ)
*** শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা
*** ল.সা.গু,গ.সা.গু
*** ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য)
*** অনুপাত, সমানুপাত, সংখ্যা পদ্ধতি
*** বীজগাণিতিক মান নির্ণয়
*** উৎপাদক, গড়, প্রচুরক নির্ণয়
*** ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংক সমূহ
*** সরলরেখা, ধারা, গাছের উচ্চতা, মিনারের উচ্চতা, মইয়ের দৈর্ঘ্য।
সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার সিলেবাস:
*** বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস
*** বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে ভালমতো জেনে নিন।
*** ভাষা আন্দোলন।
*** বাংলাদেশের জনপদ, নদ-নদী, বাংলাদেশের লোকজ ঐতিহ্য।
*** অন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘের অঙ্গসংগঠন, বিশ্বের বিভিন্ন শহরের নাম।
*** NTRCA ‘র বিগত সালের প্রশ্ন গুলো
*** সাম্প্রতিক বিষয়াবলী
আপনি চাইলে এই সিলেবাস ১ মাসের মধ্যেই শেষ করতে পারবেন। এবং ভালোভাবে মনোযোগ দিয়ে শেষ করতে পারলে ৮০% থেকে ৯০% মার্ক পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন।
কোন অবহেলা করা যাবেনা। কারন আপনাকে কয়েক লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হবে।
যেভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিবেন । ৯০% মার্ক নিশ্চিত
Reviewed by নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
on
February 02, 2019
Rating:

No comments: