প্রশ্ন:- দীন-ই-ইলাহি কী ?
উত্তর:- দীন-ই-ইলাহি হল সম্রাট আকবরের প্রবর্তিত বিভিন্ন ধর্মের সার কথার সমন্বয়ে গঠিত এক ধর্ম মত ।
প্রশ্ন:- ইবাদৎখানা কী ?
উত্তর:- সম্রাট আকবরের প্রতিষ্ঠিত ধর্ম-সাভাগৃহের নাম হল ইবাদৎখানা ।
প্রশ্ন:- কোন হিন্দু দীন-ই-ইলাহি গ্রহন করেছিলেন ?
উত্তর:- সম্রাট আকবরের হিন্দু মন্ত্রী বীরবল দীন-ই-ইলাহি গ্রহন করেছিলেন ।
প্রশ্ন:- মিঞা তানসেন কে ছিলেন ?
উত্তর:- মিঞা তানসেন ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজসভার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ।
প্রশ্ন:- বুলন্দ দরওয়াজা কার আমলে নির্মিত হয়েছিল ?
উত্তর:- মোগল সম্রাট আকবরের আমলে বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল ।
প্রশ্ন:- সৎনামী বিদ্রোহ কার আমলে কোথায় সংগঠিত হয় ?
উত্তর:- সম্রাট ঔরঙ্গজেবের আমলে পাঞ্জাবের আলোয়ার ও পাতিয়ালা অঞ্চলে সৎনামী বিদ্রোহ সংগঠিত হয় ।
প্রশ্ন:- আকবরের আমলের দু-জন দু-জন ঐতিহাসিকের নাম কী ?
উত্তর:- আকবরের আমলের দু-জন দু-জন ঐতিহাসিকের নাম আবুল ফজল ও বাদাউনি ।
প্রশ্ন:- মোগল যুগের দু-জন মারাঠি সাহিত্যসেবীর নাম কী ?
উত্তর:- মোগল যুগের দু-জন মারাঠি সাহিত্যসেবীর নাম হল রামদাস এবং তুকারাম ।
প্রশ্ন:- বৈজু বাওরা কে ছিলেন ?
উত্তর:- বৈজু বাওরা মোগল সম্রাট আকবরের দরবারের অন্যতম গায়ক ছিলেন ।
প্রশ্ন:- মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে সমধিক প্রসিদ্ধ ছিল ?
উত্তর:- মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কাংড়া অঞ্চলেসমধিক প্রসিদ্ধ ছিল ।
সুলতানী ও মোঘল আমলে সাংস্কৃতিক সমন্বয়- 3
Reviewed by নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
on
September 05, 2018
Rating:
No comments: