প্রশ্ন:- ভারতে তোতাপাখি নামে কে পরিচিত ?
উত্তর:- সুলতানি যুগের বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ এবং শ্রেষ্ঠ সাহিত্যিক আমির খসরু ভারতে তোতাপাখি নামে পরিচিত ।
প্রশ্ন:- বাংলা ভাষায় প্রথম রামায়ন কে রচনা করেন ?
উত্তর:- কবি কৃত্তিবাস বাংলা ভাষায় প্রথম রামায়ন রচনা করেন ।
প্রশ্ন:- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে রচন করেন ?
উত্তর:- কবি চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচন করেন ।
প্রশ্ন:- শফরনামা কাব্য কে রচনা করেন ?
উত্তর:- পন্ডিত ইব্রাহিম কায়ুম ফারুকি শফরনামা কাব্য রচনা করেন ।
প্রশ্ন:- মনসামঙ্গল কাব্য কে রচনা করেন ?
উত্তর:- কবি বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন ।
প্রশ্ন:- মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত কার আমলের কবি ?
উত্তর:- মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত শাহি বংশের সুলতান জালালউদ্দিন ফতে শাহের আমলের কবি ।
প্রশ্ন:- সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্পের একটি উদাহরণ দাও ?
উত্তর:- কুতুবমিনার একটি সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্প।
প্রশ্ন:- আদিনা মসজিদ কোথায় অবস্থিত ?
উত্তর:- আদিনা মসজিদ পশিমবাংলার পান্ডুয়ায়অবস্থিত ।
প্রশ্ন:- হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারীর নাম করো ?
উত্তর:- রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী ছিলেন হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারী ।
প্রশ্ন:- হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিকের নাম করো ?
উত্তর:- কবিকঙ্কণ ও শ্রীকর নন্দী হলেন হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিক ।
প্রশ্ন:- কবিকঙ্কণ কে ছিলেন ?
উত্তর:- কবিকঙ্কণ সুলতান নসরৎশাহের আমলের একজন বিখ্যাত কবি ।
প্রশ্ন:- সুলতান নসরৎ শাহের আমলের দুটি স্থাপত্যশিল্পের উল্লেখ কারো ?
উত্তর:- বড়ো সোনা মসজিদ এবং কদম রসুল সুলতান নসরৎ শাহের আমলের দুটি উল্লেখযোগ্য স্থাপত্যশিল্প ।
প্রশ্ন:- বাংলার কোন সুলতানের আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ?
উত্তর:- সুলতান হুসেন শাহের আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ।
প্রশ্ন:- মহাভারতের বঙ্গানুবাদ প্রথম কে করেন ?
উত্তর:- সুলতানি আমলের কবি পরমেশ্বর মহাভারতের বঙ্গানুবাদ প্রথম করেন ।
প্রশ্ন:- শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন ?
উত্তর:- শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা ছিলেন মালাধর বসু ।
প্রশ্ন:- চৈতন্যচরিতামৃত কার লেখা ?
উত্তর:- চৈতন্যচরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা ।
সুলতানী ও মোঘল আমলে সাংস্কৃতিক সমন্বয়
Reviewed by নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
on
August 29, 2018
Rating:
No comments: